আদালত প্রতিবেদক

  ০২ অক্টোবর, ২০২৩

বার্নিকাটের গাড়িবহরে হামলায় ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ৯ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক চার্জশিট জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ১৯ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এ চার্জশিট জমা দেওয়া হয়। রবিবার (১ অক্টোবর) আদালত সূত্রে চার্জশিটের বিষয়টি জানা গেছে। আগামী ৪ অক্টোবর মামলার তারিখ ধার্য রয়েছে।

মামলার আসামিরা হলেন- সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান ওরফে রাসেল, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ। আসামিদের মধ্যে ইশতিয়াক মাহমুদ পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। অন্য আসামিরা জামিনে রয়েছেন।

মার্শা বার্নিকাটের গাড়ি বহরে হামলার ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদি হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close