নিজস্ব প্রতিবেদক

  ০১ অক্টোবর, ২০২৩

ককটেল-গাড়ি ভাঙচুর

সাভার-কেরানীগঞ্জে গ্রেপ্তার বিএনপির ৬ নেতাকর্মী

ঢাকার সাভার ও কেরানীগঞ্জে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের দুই মামলায় বিএনপির ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, সাভার মডেল থানার মামলায় আক্তার হোসেন কবিরাজ, ওয়ালিউল্লা ওয়ালিদ, সজিব হোসেন ও ওসমান গণী এবং কেরানীগঞ্জ মডেল থানার মামলায় সাহাদাত হোসেন ও রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

সাভার থানায় করা মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আমিন বাজারের সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা সাভারের হেমায়েতপুরে তানিম ফার্নিচার কারখানা সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুসহ বিএনপির প্রায় ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে একটি মামলা করে সাভার মডেল থানা পুলিশ। সে মামলায় তিন এজাহারনামীয় আসামি আক্তার হোসেন কবিরাজ, ওয়ালিউল্লা ওয়ালিদ, সজিব হোসেন ও ওসমান গণীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, হেমায়েতপুরে তানিম ফার্নিচার কারখানা সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে তিন জন মামলার এজাহারনামীয় আসামি ও একজন সন্দেহভাজন আসামি।

কেরানীগঞ্জ মডেল থানা সূত্র জানায়, সমাবেশ থেকে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের ওয়াশপুর এলাকায় একটি অটোরিকশায় অগ্নিসংযোগসহ ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা করেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপির ৩১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close