রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রৌমারী-চিলমারী নৌ রুট ফেরি সার্ভিসের উদ্বোধন আজ

চিলমারী-রৌমারী ফেরি সার্ভিস চলাচলের উদ্বোধন হবে আজ। স্বাধীনতার দীর্ঘ ৫২ বছর পর বহু প্রতীক্ষিত স্বপ্নের দ্বার খুলে যাবে এই সার্ভিস চালুর মাধ্যমে। ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী-রাজিবপুর-চিলমারী উপজেলার প্রায় ৫ লক্ষাধিক মানুষের দুঃখ, কষ্ট, অপেক্ষা আর যাতায়াতের অবসান ঘটবে। এতে প্রভাব পড়বে জীবন যাত্রার মানোন্নয়ন ও কর্মসংস্থানে। উদ্বোধন অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, নৌ পরিবহন সচিব থাকবেন বলে জানা গেছে।
বিআইডব্লিউটিএ অফিস সূত্রে জানা গেছে, চিলমারী ও রৌমারী নৌপথের দৈর্ঘ্য ২১ কিলোমিটার। তবে ড্রেজিংয়ের মাধ্যমে এই পথের দৈর্ঘ্য ১৩ থেকে ১৪ কিলোমিটারে কমিয়ে আনার চেষ্টা চলছে। এ ফেরি পারাপারের সময় লাগবে ২ থেকে ৩ ঘণ্টা। এ ফেরি সার্ভিস চালু হলে রৌমারী, রাজীবপুর ও চিলমারী নয়, কুড়িগ্রাম জেলাসহ ৮টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হবে। কমবে যাতায়াত খরচও।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর উপপরিচালক মাহফুজ আলম সজল বলেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি ফেরিটি উদ্বোধন করবেন। পরে আরো একটি ফেরি রৌমারী ঘাটে যুক্ত হবে। নিয়মিত ফেরি দুটি ওই রুটে চলাচল করবে।
"