নিজস্ব প্রতিবেদক
ঢামেকে মেয়ে সেজে চুরি, ২০ ঘণ্টা আটকে রাখলেন আনসার সদস্যরা

বোরখা পরে নারী সেজে ঢাকা মেডিকেলে চুরি করার সময় এক কিশোরকে আটক করেছেন হাসপাতালের আনসার সদস্যরা। তবে তাকে পুলিশের কাছে সোপর্দ না করে আনুমানিক ২০ ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে ঢাকা মেডিকেলের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল বেপারী জানান, রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮০১ নম্বর ওয়ার্ডের সামনে থেকে কৌশলে এক নারীর ভ্যানিটি ব্যাগ হাতিয়ে নেয় বোরখা পরা ওই কিশোর। এক পর্যায়ে ওই নারীর সন্দেহ হলে বোরকা পরা ওই কিশোরকে ধরে ফেলেন। তখন সেখানকার আনসার সদস্যরা তাকে হেফাজতে নেয়। বোরখা খুলে দেখা যায়, সে ছেলে। এরপর থেকে ওই কিশোর আমাদের হেফাজতেই ছিল।
তিনি জানান, ওই কিশোরের কাছ থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে পরিবারের সাথে যোগাযোগ করা হয়। তার পরিবার আসবে আসবে বলে প্রায় ২০ ঘণ্টা অতিক্রম হলেও কেউ না আসায় সোমবার হাসপাতালের পুলিশ ক্যাম্পে তাকে হস্তান্তর করা হয়।
এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে নতুন ভবনের ৮০১ নম্বর ওয়ার্ডের সামনে থেকে আনসার সদস্যরা ওই কিশোরকে আটক করে। এ সময় সে কালো বোরখা পরা ছিলো। আটকের পর তাকে আনসার সদস্যদের হেফাজতে নেয়। তিনি বলেন, আটকের ২০ ঘণ্টা পর গতকাল সোমবার সন্ধ্যায় ওই কিশোরকে তারা আমাদের কাছে নিয়ে আসে। কিশোরের কাছ থেকে জানা গেছে, তাকে আনসার সদস্যরা লাঠি দিয়ে মারধর করেছে। আটক হওয়া ওই কিশোর জানায়, তার বাড়ি নারায়ণগঞ্জের নিমতলা এলাকায়। ৫০০ টাকা দিয়ে বোরখা কিনে সেইটা পরে সে হাসপাতালে ঘুরে ঘুরে চুরির চেষ্টা করে। রোববার রাতে চুরি করার সময় আনসার সদস্যরা তাকে ধরে তাদের হেফাজতে রাখে এবং লাঠি দিয়ে তার পায়ে অনেক আঘাত করে। এদিকে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, বোরখা পরে চুরি করার সময় এক কিশোরকে আনসার সদস্যরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিস্তারিত পুলিশ তদন্ত করছে।
"