
১৯ সেপ্টেম্বর, ২০২৩
শোক সংবাদ

আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, প্রতিদিনের সংবাদের মার্কেটিং বিভাগের উপব্যবস্থাপক মো. মুরাদ হোসেনের বাবা মো. বিল্লাহ হোসেন ৫৮ বছর বয়সে সোমবার (১৮ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রতিদিনের সংবাদ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার মৃত্যুতে পরিবার-পরিজনকে শোক কাটিয়ে ওঠার সামর্থ্য দান করুন। আমিন।
‘প্রতিদিনের সংবাদ পরিবার’
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন