নিজস্ব প্রতিবেদক

  ০৯ জুন, ২০২৩

ডেঙ্গুতে মৃত্যু আরো দুজনের আক্রান্ত ১৩৪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। তাতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হলো। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন। এদের নিয়ে বর্তমানে সারা দেশে ৫০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৩৭ জন ও ঢাকার বাইরে ৬৯ জন। বৃহস্পতিবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ১৩৪ জনের মধ্যে ঢাকায় ১২২ জন ও ঢাকার বাইরে ১২ জন। আর সারা দেশে ছাড়া পাওয়া ডেঙ্গুরোগী সংখ্যা ২ হাজার ৩২৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ১ হাজার ৬৬৫ জন এবং ঢাকার বাইরে ৬৬২ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৮৫৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১১৯ জন ও ঢাকার বাইরে ৭৩৫ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close