নিজস্ব প্রতিবেদক

  ০৭ জুন, ২০২৩

ইসিকে ডেমোক্রেটিক পার্টির অভিনন্দন

বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহীতে চলমান সিটি করপোরেশন নির্বাচনে ইসির স্বচ্ছ ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক এস এম আশিক বিল্লাহ। মঙ্গলবার (৬ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এস এম আশিক বিল্লাহ বলেন, এবার দেশবাসী নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। আর এ নির্বাচন বর্তমান সংবিধান অনুসারেই সম্ভব।

এ ছাড়া ডেমোক্রেটিক পার্টির ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, নড়াইল, যশোর, মাগুড়া, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর, পটুয়াখালী, বরিশাল, পাবনা, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, রংপুর, রংপুর মহানগর, খুলনা মহানগর, গাজীপুর জেলা কমিটি ও ১১০টি উপজেলা কমিটির পক্ষ থেকে ইসিকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। এস এম আশিক বিল্লাহ আগামী জাতীয় দ্বাদশ নির্বাচন সাংবিধানিকভাবে হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসির কাছে আমাদের সব নেতাকর্মীর প্রত্যাশা- এবার দেশে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close