সিরাজগঞ্জ প্রতিনিধি
তৃষ্ণায় শীতল জলে সিরাজগঞ্জে প্রশান্তি

সিরাজগঞ্জে বইছে মাঝারি দাবদাহ। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সূর্যের প্রখরতা। বেশি ভোগান্তিতে রিকশা ও ভ্যান চালক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। দিনমজুরদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। পাশাপাশি তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে প্রাণিকুলও। তেষ্টায় বুক ফাটছে পথচারীর। ঠিক সেই সময়ে সিরাজগঞ্জ শহরে পথচারীদের সুপেয় ঠাণ্ডা পানির ব্যবস্থা করেছেন সামাজিক সংগঠন বীর মুক্তিযোদ্ধা অরুণ ফাউন্ডেশন।
সিরাজগঞ্জ শহরে এসএস রোডে বিতরণ করা হচ্ছে ঠাণ্ডা সুপেয় পানি। ওই পানির জন্য ভিড় করছেন পথচারীরা। শনিবার (৩ জুন) সকালে বীর মুক্তিযোদ্ধা অরুণ ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজনের উদ্বোধন করেন সাবেক জেলা কমান্ডার গাজী সোহরাব আলী সরকার সিএনসি, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলু। বরফ মিশ্রিত মাটির কলসিতে এই ঠাণ্ডা পানি পান করার জন্য রিকশা-ভ্যানচালকসহ পথচারীদের ভিড় দেখা গেছে।
দাবদাহ থাকাকালীন এই পানি বিতরণ করা হবে বলে জানান আয়োজকরা। তীব্র গরম থাকাকালীন (সকাল থেকে সন্ধ্যা) বিতরণ করা হবে বলে জানান, অরুণ ফাউন্ডেশনের অন্যতম নেতা মনজুরুল আলম রুবেল, প্রদীপ কুমার সাহা প্রমুখ।
শহরের বিভিন্ন রোডে এই পানি বিতরণের আয়োজন করা হয়েছে। এ সময় বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস বলেন, তৃষ্ণার্ত মানুষের মাঝে এই ঠাণ্ডা পানি বিতরণ সত্যি প্রশংসার দাবিদার। উল্লেখ্য, জীবন জীবিকার তাগিদে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বের হচ্ছেন না। অনেক পথচারী ছাতা মাথায় দিয়ে চলাচল করছেন। রাস্তায় রিকশা, ভ্যান চলাচল করলেও প্রচণ্ড গরমের ভাড়া হাঁকছেন দ্বিগুণ। এতে রিকশাযাত্রীরা পড়েছেন বিপাকে।
"