প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ মে, ২০২৩

গাজীপুর সিটি নির্বাচন

জায়েদা খাতুনকে ডেমোক্রেটিক পার্টির অভিনন্দন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন বিজয়ী হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক এস এম আশিক বিল্লাহ। শুক্রবার (২৬ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

আশিক বিল্লাহ বলেন, ‘গাজীপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে পারায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা ও গাজীপুরের রিটার্নিং অফিসারসহ সব নির্বাচনী কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ, র‌্যাব ও বিডিআরের নিরপেক্ষ ভূমিকায় প্রমাণ করেছে আগামী দ্বাদশ নির্বাচন বর্তমান সরকার ও সংবিধান অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ করা সম্ভব।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অবাধ করার জন্য নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) প্রতি আকুল আহ্বান জানিয়েছেন এস এম আশিক বিল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close