কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ২২ মার্চ, ২০২৩

কেন্দুয়ায় ক্যারম খেলাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

নেত্রকোনার কেন্দুয়ায় ক্যারম খেলাকে কেন্দ্র করে সোহেল মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। এর আগে সোমবার (২০ মার্চ) রাতে কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া (নয়াবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোহেল মিয়ার বড় ভাই আনিস মিয়ার সঙ্গে একই গ্রামের আমান মিয়ার ছেলে আলী হোসেন ও কামাল মিয়ার বিরোধ ছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় স্থানীয় বাজারে মানিক মিয়ার দোকানে ক্যারম খেলা নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে বাকবিত-া হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের লোকজনের কুড়ালের আঘাতে সোহেল মিয়া গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতেই তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার দুপুরে সোহেল মারা যান। ওসি জানান, এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close