চট্টগ্রাম ব্যুরো

  ২১ মার্চ, ২০২৩

পুলিশের চিঠি

আরাভের বিরুদ্ধে রেড নোটিস ইন্টারপোলের

দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে তারকাদের ডেকে নিয়ে আলোচনায় আসা আরাভ খানের বিরুদ্ধে ‘রেড নোটিস’ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, রেড নোটিস জারি করতে ইন্টারপোলে পাঠানো বাংলাদেশ পুলিশের চিঠি ‘একসেপ্ট’ করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রামের নন্দনকানন এলাকায় এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন করতে এসে আইজিপি এসব কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘যে নামে তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছি, সে নামে রেড নোটিস জারির জন্য ইন্টারপোলকে বলেছি। শুনেছি তারা সেটা একসেপ্ট করেছে। সম্প্রতি আরব আমিরাতের দুবাইয়ে একটি গয়নার দোকান উদ্বোধন হয়েছে আরাভের। সেটি উদ্বোধন করতে বাংলাদেশ থেকে উড়ে যান ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেত্রী ফারদিন দীঘি, ইউটিউবার হিরো আলমসহ বিনোদন জগতের আরো কয়েকজন। আর সেই আয়োজন ঘিরে দেশে শুরু হয় তোলপাড়। ওই অনুষ্ঠানের আগে পুলিশের তরফ থেকে জানানো হয়, এই আরাভ আর কেউ নন, ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম, যিনি ভারতীয় পাসপোর্টে দুবাই গেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close