ক্রীড়া ডেস্ক

  ১৯ মার্চ, ২০২৩

মানচিনির ইতালি দলে তিন নতুন মুখ

ইংল্যান্ড ও মাল্টার বিরুদ্ধে ইউরো ২০২৪ বাছাইপর্বকে সামনে রেখে রবার্তো মানচিনি ৩০ সদস্যের ইতালি দলে তিনজন নতুন মুখকে অন্তর্ভুক্ত করেছেন। প্রথমবারের মতো আজ্জুরিদের স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন- নিস গোলরক্ষক ভ্লাদিমিরো ফালকোন, তুরিনো ডিফেন্ডার আলেহান্দ্রো বুনগিওরনো ও অ্যাথলেটিকো টাইগার স্ট্রাইকার মাতেও রেটেগুই। এর মাধ্যমে এ পর্যন্ত মানচিনি জাতীয় দলের জন্য সর্বমোট ১০২জন খেলোয়াড়কে দলভুক্ত করলেন। মানচিনি বলেছেন, ‘আমরা বেশ কিছুদিন ধরেই রেটেগুইকে দেখে আসছি। গত দুই মৌসুম ধরে আর্জেন্টাইন লিগে সে নিয়মিত খেলছে। আমাদের দলে এই মুহূর্তে যে প্রতিভার অভাব আছে সেটা তার মধ্যে রয়েছে।’

স্ট্রাইকার বাছাইয়ে এই মুহূর্তে দারুণ দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন মানচিনি। অভিজ্ঞ সিরো ইমোবিলে ইনজুরিতে রয়েছেন, নাপোলির গিয়াকোমো রাসপাডোরি ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের গিয়ানলুকা সামাক্কার ম্যাচ ফিটনেসের অভাব রয়েছে। মানচিনি বলেন, ‘রাসপাডোরি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলে ইদানিং সে খুব বেশি ম্যাচ খেলেনি। সামাক্কা ইনজুরি কাটিয়ে দলে ফিরেছে, যে কারণে তার ফিটনেসের অভাব রয়েছে। আবারো মাঠে নামলে তাদের এই সমস্যা দুর হবে।’ সামাক্কা দলে জায়গা পেলেও মানচিনির বিবেচনায় বাদ পড়েছেন রাসপাডোরি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close