ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৭ মার্চ, ২০২৩

ফুলবাড়িয়ায় বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা সভা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জোরবাড়ীয়া বালিকা দাখিল মাদরাসায় বাল্যবিবাহ সম্পর্কে ছাত্রীর অভিভাবকদের সঙ্গে সচেতনামূলক সভা হয়েছে। গত বুধবার (১৫ মার্চ) মাদরাসার ২৬০ জন মেয়ে শিক্ষার্থীর উপস্থিতিতে এ সভা হয়।

ফুলবাড়িয়া পৌরসভার ধর্মীয় নেতা কমিটির আয়োজনে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক অনুষ্ঠানের সহযোগিতা করেন ফুলবাড়িয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ফুলবাড়িয়া পৌরসভার ধর্মীয় নেতা কমিটির সভাপতি মো. হযরত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন ফুলবাড়িয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রতিনিধি রেবেকা মুরমু রিমা, সদস্য কাজী রুস্তম আলী, শাহ মো. ফয়জুল বারী, ম্যানেজিং কমিটির সদস্য এ কে এম সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন উজ্জ্বল প্রমুখ বক্তব্য দেন।

এছাড়াও ‘বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক বক্তব্য দেন শিক্ষার্থী মরিয়ম। অনুষ্ঠানে ছাত্রীরা বাল্যবিবাহ কুফল তোলে ধরে নাটিকা পরিবেশন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close