প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ মার্চ, ২০২৩

প্রথম কলাম

রুটি ফুলবে যেসব টিপস মানলে

রুটি ঠিকমতো ফুলে না উঠলে শক্তভাব থেকে যায়। এ ধরনের রুটি খেতে ভালো লাগে না। নরম তুলতুলে রুটি চাইলে ঠিকঠাক টিপস মেনে রুটি বানানো চাই। আটায় কার্বোহাইড্রেট, অ্যালবুমিন, ডায়েটারি ফাইবার এবং স্টার্চ থাকে। আটা মাখার সময় ১৫ থেকে ২০ শতাংশ পানি ব্যবহার করা হয়। রুটি সেঁকার সময় পানি ও আটার মধ্যে থাকা এই উপাদানগুলো একসঙ্গে মিশে গিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করে। এই বিক্রিয়ার ফলে ডেক্সট্রিন নামে এক ধরনের স্টার্চ তৈরি হয়, যা বেশিক্ষণ রুটিকে নরম থাকতে দেয় না। এখন প্রশ্ন হলো রুটি নরম রাখতে তাহলে কী করতে হবে? জেনে নিন সেটাই।

১. ভুষিযুক্ত আটার রুটি খাওয়ার চেষ্টা করুন। ভুষিযুক্ত আটায় ফাইবার থাকে বেশি পরিমাণে।

২. আটা মাখার সময় এক চিমটি লবণ ও সামান্য রান্নার তেল দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে খামির তৈরি করুন।

৩. আটা খুব বেশি শক্ত করে মাখবেন না। আবার একেবারেই নরম হয়ে গেলেও মুশকিল। আটা মাখার পর তা যদি আঙুলে একটুও জড়িয়ে না যায়, তাহলে বুঝবেন সব ঠিকঠাক আছে।

৪. আটা মাখার সঙ্গে সঙ্গে রুটি না বানিয়ে ১৫ মিনিট পর রুটি প্রস্তুত করুন।

৫. রুটি বেলার সময় বেশি আটা ব্যবহার করবেন না। খুব বেশি মোটা করেও বেলবেন না রুটি।

৬. রুটি সেঁকে নেওয়ার তাওয়া আগে থেকেই গরম করে রাখবেন। এতে রুটি ফুলবে ভালো।

৭. রুটি নামানোর সময় অল্প মাখন বুলিয়ে নিতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close