নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ৭

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো সাতজন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে তিনজন ঢাকার এবং চারজন ঢাকার বাইরের। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সারা দেশে ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৯৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৩১৬ জন রয়েছে। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৫৭২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২৭৪ জন, ঢাকার বাইরে ২৯৮ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে।
"