প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি, ২০২৩

প্রথম কলাম

ধোয়ার পরও যে ফলে কীটনাশক থেকে যায়...

ফল বা সবজিতে ব্যবহার করা রাসায়নিক সার, কীটনাশক শরীরে কী পরিমাণ ক্ষতি করে তা সবারই জানা। তা সত্ত্বেও ওই বিষযুক্ত খাবারই খেতে অভ্যস্ত হয়ে পড়েছি আমরা। জানেন ধোয়ার পরও কোনো কোনো ফল বা সবজিতে একটু হলেও কীটনাশক থেকে যায়

আমেরিকায় পরিবেশ সংক্রান্ত গবেষণায় যুক্ত একটি দল জানিয়েছে, দুই বছর ধরে প্রথম স্থানে রয়েছে স্ট্রবেরি। দ্বিতীয় স্থানে পালং, ষষ্ঠ স্থানে রয়েছে আপেল এবং আঙুর। সরজির মধ্যে বেল পেপার রয়েছে সপ্তম স্থানে। অন্যদিকে, অ্যাভোকাডো, সুইট কর্ন, আনারস, পেঁয়াজ, পেঁপে, মটর, তরমুজ, মাশরুম, মিষ্টিআলুতে কীটনাশকের মাত্রা সবচেয়ে কম।

পরের দিন সকালে খাবেন বা রান্না করবেন এমন ফল এবং সবজিগুলো আগের রাত থেকে জলে ভিজিয়ে রাখতে পারেন। হাতে এত সময় না থাকলে রান্না করার ঘণ্টা দুয়েক আগে হালকা গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখুন। এ ছাড়া যেসব ফল খোসাসহ খাওয়া যায়, সম্ভব হলে সেগুলোর খোসা ফেলে দিয়ে খান। তথ্য : আনন্দবাজার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close