প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৬ জানুয়ারি, ২০২৩

আজকের এই দিনে

আজ ২৬ জানুয়ারি। এই দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, ইতিহাস। সেই ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৫৬৫ : বিজয়নগর সাম্রাজ্য ও দক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলে ভারতের হিন্দু রাজত্ব বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়েছিল।

১৭৮৮ : গভর্নর আর্থার ফিলিপ অস্ট্রেলিয়ার সিডনি প্রতিষ্ঠা করেন।

১৯৩০ : ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে ‘স্বাধীনতা দিবস’ বা ‘পূর্ণ স্বরাজ দিবস’ হিসেবে ঘোষণা করে।

১৯৪১ : নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ঘটে।

১৯৫২ : ঢাকার পল্টনে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন।

১৯৬৫ : হিন্দি ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়।

১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস।

১৯৮২ : তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।

২০০৪ : রাষ্ট্রপতি হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।

জন্ম :

১৮৪৪ : গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য।

১৮৯০ : গোপালদাস মজুমদার খ্যাতনামা প্রকাশক।

মৃত্যু :

১৯৬৯ : অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্মসংস্কারক।

২০১৮ : সুপ্রিয়া দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close