গাজীপুর প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২২

কাশিমপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

কারাবন্দিদের উপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত সরকার কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করে চলছে। কারাগারে আটক বন্দিদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সংগতি রেখে দেশের ৩৮টি কারাগারে ৩৯ ট্রেডে উপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বন্দিদের উৎপাদিত পণ্যসামগ্রীর বিক্রয়লব্ধ অর্থ থেকে ৫০% লভ্যাংশ বন্দিদের দেওয়া হচ্ছে। যা বন্দিরা পরিবারের কাছে পাঠাতে পারছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৬০তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কারাগার থেকে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনোরূপ সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close