রংপুর ব্যুরো

  ৩০ সেপ্টেম্বর, ২০২২

রংপুরে অগ্রগতি ও অর্জন অবহিতকরণ জেলা পর্যায়ে কর্মশালা

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও পায়াকট বাংলাদেশের সহযোগিতায় অগ্রগতি ও অর্জন অবহিতকরণ জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মশালায় সভাপতির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ রংপুরের উপপরিচালক (ডিডিএলজি) মোছা. জিলুফা সুলতানা।

তিনি বলেন, লোকাল গভর্ন্যান্সি সাপোর্ট প্রজেক্ট-৩ এর (এলজিএসপি-৩) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গণমাধ্যমকর্মীদের উৎসাহী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিতকরণে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং লোকাল গভর্ন্যান্সি সাপোর্ট প্রজেক্ট-৩ এর (এলজিএসপি-৩) এর অর্জনগুলো টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণে ভবিষ্যৎ করণীয় বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব রহমান হাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন বাপ্পী, আওয়ামী লীগ নেতা নবিউল্লাহ পান্নাসহ বিভিন্ন কর্মকর্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close