নিজস্ব প্রতিবেদক

  ২৭ সেপ্টেম্বর, ২০২২

কলড্রপের ক্ষতিপূরণের মেয়াদ বাড়িয়ে ১৫ দিন করল বিটিআরসি

কলড্রপের বিপরীতে ফিরতি মিনিটের মেয়াদ ২৪ ঘণ্টা থেকে বাড়িয়ে ১৫ দিন নির্ধারণ করেছে বিটিআরসি। সোমবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে নতুন এ নির্দেশনার কথা জানায় বিটিআরসি।

নতুন নির্দেশনা অনুযায়ী, ক্ষতিপূরণ হিসেবে প্রথম ও দ্বিতীয় কলড্রপের জন্য ৩০ সেকেন্ড এবং তৃতীয় থেকে সপ্তম কলড্রপের জন্য ৪০ সেকেন্ড পাবেন গ্রাহকরা। আগামী ১ অক্টোবর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, গত মে মাসে গ্রামীণফোনের কলড্রপের হার ছিল ৪৯ দশমিক ৬০ শতাংশ, রবির ছিল ৪১ দশমিক ৪৫ শতাংশ এবং বাংলালিংকের ৮ দশমিক ৯৫ শতাংশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close