নিজস্ব প্রতিবেদক

  ১৯ সেপ্টেম্বর, ২০২২

বিজিবি আধুনিক অস্ত্রে সজ্জিত : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যথেষ্ট শক্তিশালী। তারা আধুনিক অস্ত্রে সজ্জিত। রবিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

বারবার মিয়ানমারের গোলা আসার ঘটনায় বিজিবির মনোবল ভেঙে পড়ছে কি না! সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্ডার গার্ড সদস্যদের মনোবল যথেষ্ট শক্ত রয়েছে। আমাদের বর্ডার গার্ড যথেষ্ট শক্তিশালী, তারা আধুনিক অস্ত্রে সজ্জিত রয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বিজিবি মিয়ানমারের সীমান্তরক্ষীদের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে। এখানেই আমরা ক্ষান্ত নই, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাদের কড়া প্রতিবাদ দেওয়া হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে আমাদের আপত্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীও এ বিষয়ে ওয়াকিবহাল আছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বিভিন্ন সীমান্তে তাদের বিভিন্ন বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ লেগেই আছে। এটা আপনারা জানেন। এসব কারণে এটা হতে পারে, আমরা জানি না। আমরা জানি যে, আমাদের সীমান্তে এসে পড়ছে। কেন হচ্ছে, এটা তারা জানে। ফ্ল্যাগ মিটিংয়ে হয়তো তারা এটা বলবে। ব্যাখ্যা যদি তাদের থাকে তারা সেগুলো জানাবে। আমরা যেখানে কনসার্ন, আমাদের এলাকায় তাদের গোলাবারুদ পড়ছে, এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close