খুলনা ব্যুরো

  ১৪ আগস্ট, ২০২২

কয়রায় ফের বেড়িবাঁধে ভাঙন ৪ গ্রাম প্লাবিত

উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরামুখা গ্রামে কপোতাক্ষের পাড়ের অস্থায়ী রিংবাঁধ আবারও ভেঙে গেছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে কপোতাক্ষ নদের প্রবল জোয়ারে চরামুখা এলাকায় প্রায় ২০০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এতে স্থানীয় ৪টি গ্রাম প্লাবিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় দক্ষিণ বেদকাশী স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মো. আবু সাঈদ খান বলেন, দক্ষিণ বেদকাশীর চরামুখা এলাকায় ওয়াপদার ২০০ মিটার রিংবাঁধ শনিবার (১৩ আগস্ট) দুপুরের জোয়ারে ভেঙে যায়। এতে ৪ গ্রামের মানুষ প্লাবিত হয়েছে।

তিনি আরো বলেন, বাঁধ না ভাঙলে পানি উন্নয়ন বোর্ডের ঘুম ভাঙে না। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এ রিংবাঁধ আবারও ভেঙে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান গণি বলেন, শনিবার দুপুরের দিকে জোয়ারের সময় আবারও বেড়িবাঁধ ভেঙে ওই এলাকায় লবণপানি প্রবেশ করেছে। ১৭ জুলাই ওয়াপদায় যে বেড়িবাঁধ ভেঙে ছিল, তার পাশ থেকেই এবার ভেঙেছে।

এদিকে, গ্রামে লবণপানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। তাদের ফসলও প্লাবিত হতে শুরু করেছে। তবে ভাঙন মেরামতের কাজ চলছে বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close