কুমিল্লা প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০২২

ঝগড়া থামাতে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

বাবা-মায়ের ঝগড়া থামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে বাবার পেটে ছুরি মারে ছেলে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ( ১১ আগস্ট) রাতে মারা যায় বাবা জুলহাস মোল্লা (৪০)। ঘটনার পরে ছেলে লিমন (১৭) পলাতক রয়েছে। এমন অপ্রত্যাশিত ও বেদনাদায়ক ঘটনা ঘটেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। গত রবিবার (৭ আগস্ট) কুমিল্লা জেলার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা মোল্লা বাড়িতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করে চিতড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া। স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান জাকারিয়া বলেন, গত রবিবার মুড়িয়ারা মোল্লা বাড়ির জুলহাস মোল্লা ও তার স্ত্রী রূপা আক্তারের সঙ্গে ঝগড়া হয়। ওই দম্পতির একমাত্র ছেলে লিমন তাদের ঝগড়া থামাতে ব্যর্থ হয়ে একপর্যায়ে লিমন তার বাবা জুলহাস মোল্লার পেটে ছুরিকাঘাত করে। এ ঘটনায় জুলহাস মোল্লা মারাত্মক আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ৫ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে মারা যান জুলহাস। ঘটনার পর থেকে সন্তান লিমন পলাতক রয়েছে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, এ ঘটনা এত দিন আমাদের কেউ জানায়নি। শুক্রবার সকালে ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ তদন্ত করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close