নিজস্ব প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০২২

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী নজরুল গ্রেপ্তার

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। তার নাম মো. নজরুল ইসলাম (৭৫)। গত রোববার (৭ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান।

নজরুলের গ্রামের বাড়ি খুলনার বটিয়াঘাটা থানার নয়ালতলায়। তিনি এখন রাজধানীর মিরপুর-১ এলাকায় থাকতেন।

মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর শাহ আলী থানাধীন এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল গত ২৮ জুলাই রায় ঘোষণা করে। রায়ে নজরুলসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close