সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০২২

সাদীপুর উচ্চবিদ্যালয়

এডহক কমিটির মতবিনিময় সভা

প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে মানুষ হতে পারে চিরঞ্জীব। তাই জীবদ্দশায় প্রতিটি মানুষ মৃত্যুর পরে নিজেকে উজ্জীবিত রাখতে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ার বিকল্প নেই। শনিবার (৬ আগস্ট) সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদীপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি সাদিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ মোল্লাহ এসব কথা বলেছেন। মতবিনিময়, আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, শিল্পপতি ও শিক্ষানুরাগী, দানবীর আলহাজ মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, এডহক কমিটির সদস্য মাস্টার আব্দুল আজিজ, অজুফা বেগম প্রমুখ।

সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাবারক হোসেন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল প্রধান বাচ্চু, ঢাকা দক্ষিণের ছাত্রলীগ নেতা নাদিয়ান, নুরুজ্জামান, আব্দুল আজিজ, হযরত আলী, নাজমূল মোল্লা, আলামিন মেম্বার, পনির, মনির প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close