মামুন হোসাইন, ফরিদগঞ্জ (চাঁদপুর)

  ০৬ আগস্ট, ২০২২

ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জে সড়কের পাশ থেকে বনবিভাগের ছোট-বড় ফলজ-বনজসহ ১৭টি গাছ বিক্রির অভিযোগ উঠেছে একটি বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। এরই মধ্যে বনবিভাগ ঘটনার সত্যতা পেয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে। জানা যায়, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারের দক্ষিণ ডিসি সরকারি খাল ও সড়কের মাঝখানে সরকারি সম্পত্তির উপর (পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন) থেকে প্রায় ১৭টি গাছ উধাও হয়ে যায়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে কর্তৃপক্ষকে জানায়। তারা ঘটনাস্থলে যাওয়ার আগে কেটে ফেলা গাছের অধিকাংশ বিক্রি করে সরিয়ে নেওয়া হয়েছে। আরো বেশ কয়েকটি গাছের নিচে কাটার চিহ্ন রয়েছে। ঘটনা জেনে বুধবার (৩ আগস্ট) বন বিভাগের কর্মকর্তা কাউছার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে ওই দিন রাতেই থানায় লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরিফ খান বলেন, সড়কের পাশে সরকারি গাছ কাটার ঘটনা আমি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

উপজেলা বন কর্মকর্তা কাউছার মিয়া বলেন, সরকারি গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। প্রায় ১৭টি গাছের বাজার মূল্যে এক লাখ টাকা। একজন শিক্ষক গাছগুলো বিক্রি করেছেন, তার বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা বলেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close