প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ জুলাই, ২০২২

আজকের এই দিনে

আজ ৪ জুলাই, ইতিহাসের এই দিনে পৃথিবীতে ঘটেছিল বিভিন্ন বিখ্যাত ঘটনা। ওই ঘটনাগুলো সমকালীন সমাজে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। এতে সমাজের রাজনীতি ও মানুষের চিন্তা-চেতনায় আসে ব্যাপক পরিবর্তন। ওইসব ঘটনার কথা লেখা আছে ইতিহাসের পাতায় পাতায়। আসুন অতি সংক্ষেপে জেনে নেই ইতিহাস-খ্যাত সেসব ঘটনার কথা। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

১১৮৭ সালের এই দিনে ক্রুসেডের হাথিন যুদ্ধে জেরুসালেমের রাজা লুসিগনানকে সালাউদ্দিন পরাজিত করেন।

১১৮৭ সালের এই দিনে সুলতান সালাহ উদ্দীন আইয়ুবীর বায়তুল মোকাদ্দাস অধিকার।

১৭০০ সালের এই দিনে তুরস্ক-রাশিয়া যুদ্ধ বিরতি। আমেরিকার স্বাধীনতা চুক্তি স্বাক্ষর ঘোষণা।

১৭৭৬ সালের এই দিনে আমেরিকা স্বাধীনতা লাভ করে।

১৭৭৬ সালের এই দিনে জর্জ ওয়াশিংটন আমেরিকার জাতির পিতা বলে স্বীকৃত।

১৮০২ সালের এই দিনে মার্কিন ওয়েস্ট পয়েন্ট সামরিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

১৮১৭ সালের এই দিনে স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তক রচনার জন্য কলকাতায় ক্যালকাটা স্কুল-বুক সোসাইটি গঠিত হয়।

১৮২৭ সালের এই দিনে নিউইয়র্ক রাজ্যে দাসত্বপ্রথার বিলুপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close