reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২২

শিল্পকলা একাডেমিতে গীতিআলেখ্য উৎসব

২১ ও ২৬ জুন ২০২২ নতুন নির্মিত ৪টি গীতিআলেখ্য পরিবেশন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নবনির্মিত গীতিআলেখ্যগুলো হলো : চর্যালেখ্য, আবহমান বাংলা (সুর, সংগীত, বাণী), রাগ লহরী এবং লোকনন্দন। গত ২১ জুন ২০২২ পরিবেশিত হয়েছিল গীতিআলেখ্য ‘চর্যালেখ্য’ এবং ‘আবহমান বাংলা (সুর, সংগীত, বাণী)’। আগামী ২৬ জুন ২০২২, রবিবার একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকাল ৫ ও সন্ধ্যা ৭টায় যথাক্রমে ‘রাগ লহরী’ এবং ‘লোকনন্দন’ পরিবেশিত হবে। একাডেমির সচিব মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গবেষক ও সংগীত পরিচালক শেখ জসিম এবং বিশিষ্ট গবেষক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহের অধ্যাপক ড. জাহিদুল কবির লিটন। গীতিআলেখ্য ‘চর্যালেখ্য’ ও ‘আবহমান বাংলা, সুর, সংগীত বাণী’ এর মত ‘রাগ লাহর’ ও ‘লোকনন্দন’ পরিবেশনায় একাডেমির অনেক গুণী কণ্ঠশিল্পী ও প্রতিশ্রুতিশীল শিল্পী অংশ নিয়ে সংগীতের মূর্ছণা, কথামালা আর নৃত্যের ঝংকারে মোহনীয় করে তুলবে একাডেমি প্রাঙ্গণ। বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close