রাবি প্রতিনিধি

  ২৪ জুন, ২০২২

বিমা বাধ্যতামূলক রাবি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য বিমা বাধ্যতামূলক করা হচ্ছে। বিমার প্রিমিয়াম, স্বাস্থ্য ও জীবন বিমা থেকে শিক্ষার্থীদের প্রাপ্তি, ক্লিয়ারিং পদ্ধতি সবকিছু মিলিয়ে পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায় এটা পাস হওয়ার কথা রয়েছে। আগামী মাসের শুরুতে এর কার্যক্রম চালু করার লক্ষ্য স্থির করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে, গত বছরের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৫০৭তম সিন্ডিকেট সভায় অনুমোদন পায় শিক্ষার্থীদের বিমা পরিকল্পনা। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এ বিষয়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে আছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক সায়েদুজ্জামান মিলন, অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন। কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বছরে ২৫০ টাকা প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থীপ্রতি। বিনিময়ে কী পাবে শিক্ষার্থীরা- বছরের শুরুতেই ভর্তির ফির সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে এককালীন প্রিমিয়াম জমা নেওয়ার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close