নিজস্ব প্রতিবেদক

  ২৩ জুন, ২০২২

র‌্যাবকে ঘুষ দিতে গিয়ে ধরা দুদকের মামলা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের ঘুষ দেওয়ার অভিযোগে চোরাই পাম অয়েলসহ রফিকুল ইসলাম নামের এক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপসহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে এ মামলা করেন। গতকাল বুধবার দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

দুদক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আদমজীনগরের র‌্যাব-১১-এর টহল টিম নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রিজ এলাকায় অবৈধভাবে চোরাই পাম অয়েলসহ রফিকুল ইসলাম নামের একজনকে আটক করে। তিনি বিক্রির উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকায় পাম অয়েল নিয়ে যাচ্ছিলেন। এ সময় আটক রফিকুলকে ছেড়ে দিতে তাৎক্ষণিক র‌্যাব সদস্যদের ১০ লাখ ৩৩ হাজার ৫৫০ টাকা দেওয়ার প্রস্তাব করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close