মানিকগঞ্জ প্রতিনিধি

  ২৪ মে, ২০২২

মানিকগঞ্জে তেল-ফল ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ সদরে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ ও অধিক দামে বিক্রির অপরাধে পুস্পাকলি স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সরুপাই বাজারের পুস্পাকলি স্টোরের মালিক প্রশান্ত সাহাকে এই জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অবৈধভাবে পাঁচ লিটার সয়াবিন তেল মজুদ করে ৮০০ টাকার পরিবর্তে এক হাজার টাকায় বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে পুস্পাকলি স্টোরে অভিযোন পরিচালনা করা হয়। কিন্তু স্টোরে তেল না পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের স্টোররুম থেকে ১১৫ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে স্টোরটি বন্ধ রাখা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close