নিজস্ব প্রতিবেদক

  ১৯ মে, ২০২২

মক্কা-মদিনা হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

মালিকের বিরুদ্ধে মামলা

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরে মক্কা-মদিনা হাসপাতালের মালিক-চিকিৎসকসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন শিশুর বাবা। গতকাল মোহাম্মদপুরে মক্কা-মদিনা হাসপাতালে ভোর ৫টার দিকে শিশু আতিকার মৃত্যু হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে নিহত শিশুর বাবা বাদী হয়ে হাসপাতালের মালিক মো. নূরনবীকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মোহাম্মপুর থানায় একটি মামলা করেন। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুজিব পাটোয়ারী বলেন, এ ঘটনায় ওই হাসপাতালের ডাক্তারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তাররা হলেন ডা. দেওয়ান মো. আনিসুর, ডা. এ কে এম নিজামুল ইসলাম, হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মারুফ ও নার্স মুক্তা।

নিহত শিশুর বাবা আজিম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে মেয়ে আতিকাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর আমাদের আর কিছু জানানো হয়নি। বুধবার ভোর ৪টার দিকে তারা আমার মেয়েকে অপারেশন থিয়েটার থেকে বেডে নিয়ে আসে। এরপর আমার মেয়ে দিকে তাকিয়ে দেখি আমার মেয়ে মারা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close