ঠাকুরগাঁও প্রতিনিধি

  ১৩ মে, ২০২২

ঠাকুরগাঁওয়ে নীলগাইকে জবাই করল গ্রামবাসী

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় একটি নীলগাই জবাই করেছে গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সোহেল সুলতান জুলকার নঈন কবি স্টিভ বলেন, বিলুপ্ত হওয়া নীলগাই জবাই করা ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য গাইটি খুব অসুস্থ ছিল। খবর পেয়ে বন বিভাগের লোককে সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করেছেন।

ঠাকুরগাঁও বনবিভাগের সহকারী বন সংরক্ষক সোহেল রানা এ ব্যাপারে মুঠোফোনে জানান, নীলগাইটিকে আগেই জবাই করে হত্যা করায় তাকে বাঁচানোর কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ বনবিভাগের ছিল না। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কী কী অপরাধ সংঘটিত হয়েছে, এখানে সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে, আমরা তদন্ত রিপোর্ট দেব। তবে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবে রাজশাহী বনবিভাগ। বনবিভাগের প্রতিনিধি ঘটনাস্থলে গেছেন। বনবিভাগের লোকজন প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে, নীলগাইটি গলায় ক্ষতসহ মৃত অবস্থায় তাদের কাছে আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close