নিজস্ব প্রতিবেদক

  ১২ মে, ২০২২

বললেন সালমান এফ রহমান

দেশে কোনো বেকার নেই, আছে কাজের লোকের অভাব

দেশে বেকার নেই বরং শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ফসল ঘরে তোলার সময় শ্রমিক পাচ্ছি না। বিজিএমইএ বলছে, পোশাক কারখানায় শ্রমিক পাচ্ছি না। তাহলে বেকার, বেকারত্ব কোথায়?’

গতকাল বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

সালমান এফ রহমান বলেন, ‘গার্মেন্ট ইন্ডাস্ট্রির বড় চ্যালেঞ্জ হচ্ছে, তারা এখন শ্রমিক পাচ্ছে না। বিজিএমই আমাকে বলেছে, জর্ডানে পোশাক কারখানায় আমাদের শ্রমিকগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলেন, এটা বন্ধ করতে, কারণ আমরা পোশাক কারখানায় শ্রমিক পাচ্ছি না।

ফসল ঘরে তোলার সময় শ্রমিক পাচ্ছি না। গতবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রলীগ-যুবলীগ কৃষকদের সহায়তা করেছে। গ্রামীণ অঞ্চলে ইউনিয়ন লেভেলে অনেক উন্নয়ন হচ্ছে। সেখানে বিউটিপার্লার হচ্ছে। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে আন এমপ্লয়মেন্ট কোথায় আছে?’

উচ্চশিক্ষিত ঈদের মধ্যে কাজ না পাওয়ার সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন, তারা এখন বসে সরকারকে বলছে চাকরি দাও। আপনারা ডিগ্রি নেওয়ার আগে চিন্তা করেন নাই কি ক্যারিয়ার গড়বেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেটে ডিগ্রি যারা নেয়, তাদের তো চাকরি পেতে অসুবিধা হয় না। বিদেশে সবাই কিন্তু ডিগ্রি নিতে যায় না। ভোকেশনাল একটা ডিপ্লোমা নিয়ে প্রফেশনে চলে যায়। ডিপ্লোমা ট্রেনিং আছে, এটা নিয়েও কাজ করা যায়।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আমরা ফ্রিল্যান্সারদের সব সমস্যা সমাধান করেছি, বেশিদিন অপেক্ষা করা লাগবে না, আমি আশাবাদী ২০২৫-২৬ সালেই ১০ বিলিয়ন ডলার আয় করতে পারব ফ্রিল্যান্সিং ও আইসিটি খাতে মিলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close