নিজস্ব প্রতিবেদক

  ১১ মে, ২০২২

করোনায় নতুন শনাক্ত ২৬, বেশি ঢাকার বাইরে

দেশে আরো ২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের মধ্যে ১৪ জন ঢাকার বাইরের সাত জেলার বাসিন্দা। তবে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর আসেনি। ফলে এ নিয়ে টানা ২০ দিন কোভিডে মৃত্যুহীন কাটাল বাংলাদেশে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক দিনে ৭ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করে এই ২৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ জন ঢাকার, একজন চট্টগ্রাম, তিনজন কুমিল্লা, দুজন বগুড়া, একজন রংপুর, দুজন খুলনা, দুজন কুষ্টিয়া এবং তিনজন সিলেট জেলার বাসিন্দা। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৪ শতাংশ, যা আগের দিন শূন্য দশমিক ৪০ শতাংশ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে শনাক্ত রোগী বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮৫৫ জন। মৃত্যু আগের মতোই ২৯ হাজার ১২৭ জন রয়েছে। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬৩ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close