ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০২২

কাঠবোঝাই পিকআপে মিলল ২ মণ গাঁজা

পিকআপে কাঠের তৈরি পাটাতনের নিচে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় কিশোরগঞ্জের ভৈরবে ৮৪ কেজি গাঁজাসসহ মাজাহারুল ইসলাম বাবু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার বিকাল ৫টায় ঢাকাণ্ডসিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবু নেত্রকোনা জেলার পশ্চিম কাটলী এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ জানায়, একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাণ্ডসিলেট মহাসড়কের ভৈরবের নাটালের মোড়ে একটি পিকআপের গতিরোধ করে। পিকআপটি তল্লাশি চালিয়ে কাঠের তৈরি পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৪ কেজি গাঁজা জব্দ করে। এ সময় একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, একটি চক্র অভিনব পদ্ধতিতে প্রতিনিয়ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গায় গাঁজা বিক্রি করে আসছিল। জব্দ গাঁজা ও আটক বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close