নিজস্ব প্রতিবেদক

  ২৮ জানুয়ারি, ২০২২

সাংবাদিকদের ইইউ রাষ্ট্রদূত

র‌্যাব নিষেধাজ্ঞার চিঠি ব্যক্তিগত প্রভাব ফেলবে না সম্পর্কে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কাছে চিঠি দিয়েছিলেন ইভান স্টেফানেক নামে ইউরোপিয়ান পার্লামেন্টের এক সদস্য। তবে এ বিষয়ে নিজের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেছেন, এটি তার ব্যক্তিগত চিঠি। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

চার্লস হোয়াইটলি বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইইউ পার্লামেন্টে চিঠির ব্যাপারে কোনো তথ্য নেই, এটি তার ব্যক্তিগত চিঠি। এ নিষেধাজ্ঞা বাংলাদেশের সঙ্গে ইইউর বাণিজ্য সম্পর্কে প্রভাব ফেলবে না।

ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close