reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০২২

বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা জব্দ 

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত অভিযানে খারাংখালী এলাকাসংলগ্ন নাফ নদী থেকে ৫ কোটি ৪০ লাখ টাকা মূল্যমানের ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনের খারাংখালী বিওপি থেকে একটি বিশেষ টহলদল নাফ নদীর তীরে বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ১২টা ১৫ মিনিটে টহলদল সন্দেহভাজন পাঁচ থেকে ছয় মাদক কারবারিকে একটি কাঠের নৌকায় মিয়ানমারের মুদদ্বীপ থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। নৌকাটি শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ পাশে নাফ নদীর তীরে এলে দুই-তিনজন লোক বেড়িবাঁধ দিয়ে নিচে নেমে নৌকাটির কাছে যায়। এ সময় মাদক কারবারিরা বিজিবির টহলদলকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবির টহলদলও পাল্টা গুলি ছোড়ে। এতে অজ্ঞাতনামা মাদক কারবারিরা নৌকা থেকে লাফিয়ে নাফ নদী দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। যৌথ টহলদল ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করে নদীর তীরে দুটি বস্তা থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close