মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২২

কোস্টগার্ডের অভিযান

ভারতীয় ওষুধসহ দুই কারবারি আটক

বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধসহ ২ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা)। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালোনো হয়। গতকাল সোমবার কোস্টগার্ড পশ্চিম জোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত রবিবার আনুমানিক ৪টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত জয়খালী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৯৫৯ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধসহ ২ জন চোরাকারবারিকে আটক করা হয়।

জব্দ অবৈধ ভারতীয় ওষুধের আনুমানিক মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা। আট ব্যক্তিরা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চিংড়াখালী গ্রামের মো. নুর মোহাম্মদ গাজীর ছেলে মো. আজমির হোসেন ও পরানপুর গ্রামের মো. দাউদ শেখের ছেলে সাকিব। ওষুধ ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close