পটুয়াখালী প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২২

কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন

কুয়াকাটা সমুদ্রসৈকতে মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতি ডলফিন। গতকাল রবিবার বেলা ১১টায় সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে এটিকে দেখতে পায় ব্লু-গার্ডের সদস্যরা। পরে তারা উপজেলা মৎস্য বিভাগ ও বনবিভাগকে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ডলফিনটির ঠোঁট এবং একটি কান অর্ধেক কাটা। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে রবিবার সকালেই এটির মৃত্যু হয়েছে। পরে জেলা বন কর্মকর্তার নির্দেশে ব্লুগার্ডের সদস্যরা এটিকে মাটিচাপা দেন।

পটুয়াখালী জেলা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। ডলফিন রক্ষায় বেশ কয়েকবার জেলেদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close