ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০২২

দুই বাংলার মিলনমেলা ধামইরহাট সীমান্তে

করোনাকালে সীমিত পরিসরে নওগাঁর ধামইরহাট সীমান্তে অনুষ্ঠিত হলো দুই বাংলার মিলনমেলা। প্রায় কয়েক হাজার মানুষ স্বজনদের একনজর দেখার জন্য ভিড় করেন। গতকাল রবিবার সকাল থেকে উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির মেইন পিলার নং-২৫৭-এর অভ্যন্তরে কাউটিপাড়া সংলগ্ন মাঠের কাঁটাতারের দুই পাশে উৎসবমুখর পরিবেশে দুই বাংলার মানুষ মিলনমেলায় অংশ নেয়। অন্যবার ভারতের গেট খুলে দিলে তারা বাংলাদেশের সীমানায় এসে বিভিন্ন উপহার স্বজনদের আদান-প্রদান করে। এবার গেট খুলে দেওয়া হয়নি। তবে উৎসবের কমতি ছিল না। মাত্র আধা ঘণ্টার জন্য কাঁটাতারের দুই পাশে স্বজনদের একনজর দেখার জন্য ভিড় করেন দুই পাড়ের মানুষ। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাহাপার এসেছিলেন বৃদ্ধা শেফালি বেওয়া। তিনি জানান, আমার ছোট ছেলে তার স্ত্রী সন্তান ভারতে থাকেন। অনেক বছর ছেলেকে দেখি না। সকাল থেকে বসে আছি। কিন্তু দেখা পেলাম না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close