reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২২

শোক সংবাদ

সাংবাদিক নজরুল ইসলাম মারা গেছেন

বিজয় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম মারা গেছেন। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর।

গত ১ জানুয়ারি বেলাব উপজেলার ভাটেরচর এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে প্রথমে নরসিংদী ও পরে ঢাকার সায়েদাবাদে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার ১১ দিন পর তার মৃত্যু হয়। তিনি নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লায় বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বানিয়াছল (বটতলা) ঈদগাহ মাঠে জানাজা শেষে লাশ সামাজিক গোরস্তানে দাফন করা হয়েছে। নরসিংদী প্রতিনিধি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close