reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২১

কোস্টগার্ডের অভিযান

আইসসহ ৩০ হাজার ইয়াবা জব্দ

টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাশাপাশি দুটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোট দুটিকে থামার সংকেত দেয়। বোট দুটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যরা বোট দুটিকে ধাওয়া করে। এসময় পাচারকারী দল একটি প্লাস্টিকের বস্তা বোট থেকে সমুদ্রে ফেলে দিয়ে মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি তল্লাশি করে ৩ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দ করা ক্রিস্টাল মেথ (আইস) এবং ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close