নিজস্ব প্রতিবেদক

  ২৫ নভেম্বর, ২০২১

‘ঘ’ ইউনিটের ফল

ঢাবিতে অকৃতকার্য ৯০ শতাংশেরও বেশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাস করেছেন ৭ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

এবার ভর্তির যোগ্য বিবেচিত ৭ হাজার ৯৯৪ জনের মধ্যে শেষ পর্যন্ত ১ হাজার ৫৭০ জন মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, গত ২৩ অক্টোবর এ পরীক্ষায় ৮১ হাজার ৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৭ হাজার ৯৯৪ জন উত্তীর্ণ হয়েছে। সেই বিবেচনায় পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ১০৫ দশমিক ৫ নম্বর পেয়ে মানবিক বিভাগে প্রথম হয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার রাফিদ হাসান সাফওয়ান। ৭৫ নম্বর নিয়ে এই ইউনিটের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন ঢাকা কলেজের নুরে আলম সাফি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close