রংপুর ব্যুরো

  ২২ নভেম্বর, ২০২১

রংপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘যারা এই দিবসে যৌথভাবে নৌ, বিমান এবং সেনাবাহিনীর সমন্বয়ে আমাদের স্বাধীনতাযুদ্ধটাকে খুব তদারকি করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যখন সুপ্রশিক্ষিত একাধিক দল এই স্বাধীনতাযুদ্ধের সময় বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দেওয়া শুরু করেছে, তখনই কিন্তু স্বাধীনতাযুদ্ধ খুব দ্রুতগতিতে এগিয়ে গেছে।’ গতকাল রবিবার রংপুর টাউন হল অডিটোরিয়ামে অসকস বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি রংপুর জেলা ও মহানগর কমিটির আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

মেয়র মোস্তাফা আরো বলেন, ‘অসকস রংপুর জেলা ও মহানগর শাখার আমার ভাইয়েরা খুব ভালো বক্তব্য দিয়েছেন। প্রতিদিনই অবসর যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। তারা বিভিন্ন অঞ্চলের। আমি জেনে খুশি হলাম বেসরকারিভাবে এই অসকসের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের যে এই সশস্ত্র দিবস পালন, এটা রংপুরের গংগাচড়া থেকে শুরু হয়েছে। এই রংপুরের অনুষ্ঠান যারা এ আয়োজন করেছে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

অসকস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুর জেলার সভাপতি সার্জেন্ট (অব.) মো. সামিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধ অনারারী ক্যাপ্টেন (অব.) মতিউর রহমান, অনারারি লেফটেন্যান্ট ও অসকস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা (অব.) আব্দুস সালাম, অনারারি লেফটেন্যান্ট (অব.) ও অসকস বাংলাদেশ রংপুর মহানগর কমিটির উপদেষ্টা বেল্লাল উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও অসকস বাংলাদেশ রংপুর জেলা কমিটির উপদেষ্টা এবং কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক উপদেষ্টা আফজাল হোসেন ইঞ্জি, মাস্টার ওয়ারেন্ট অফিসার ও অসকস বাংলাদেশ রংপুর জেলা কমিটির সিনিয়র উপদেষ্টা আব্দুল মতিন এএসসি, অনারারি মাস্টার ওয়ারেন্ট অফিসার ও অসকস বাংলাদেশ রংপুর মহানগর কমিটির উপদেষ্টা ওমর আলী ইবি, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাসুদ আলী ইবি প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close