reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০২১

কোস্টগার্ডের অভিযান

সেন্টমার্টিনে ৩৫ হাজার ইয়াবা জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন রাতে একটি বোটের গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দেয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করে। এ সময় ইয়াবা পাচারকারী দল দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা বোট থেকে সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো থেকে ১২ কেজি গাঁজা ও ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দ করা গাঁজা ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close