নোয়াখালী প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০২১

আ.লীগের সাবেক সভাপতি আবদুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রবিবার নোয়াখালীতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার জননেতা আবদুল মালেক উকিলের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে সকালে মরহুমের কবর জিয়ারত ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, আবদুল মালেক উকিলের জ্যেষ্ঠ সন্তান গোলাম মহিউদ্দিন লাতু, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ খালেদসহ নোয়াখালী জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। এদিকে, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, বাঁধের হাট আবদুল মালেক উকিল কলেজ, মোহামেডান স্পোটিং ক্লাবসহ বিভিন্ন সংগঠন দোয়া-মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। প্রসঙ্গত, আবদুল মালেক উকিল ১৯২৪ সালের ১ অক্টোবর নোয়াখালী জেলার সুধারামের রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close