নিজস্ব প্রতিবেদক

  ১২ অক্টোবর, ২০২১

দলীয় সভায় সাইফুল হক বাজারের নৈরাজ্য জীবন দুর্বিষহ করে তুলেছে

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে স্বল্পআয়ের লাখ লাখ পরিবার মানবেতর জীবন কাটাচ্ছে। বাজারের এ অবস্থা কোটি কোটি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বাজারের এই আগুন সাধারণ মানুষকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। মুনাফাখোর সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং বাজারের এই আগুন থেকে মানুষকে রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাইফুল হক। তিনি গতকাল সোমবার বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সভায় বক্তব্য রাখছিলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনিসহ জরুরি খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যৌক্তিক কোনো কারণ না থাকলেও বাজার সিন্ডিকেট চরম স্বেচ্ছাচারী পন্থায় প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে মানুষের পকেট থেকে শত শত কোটি টাকা বাড়তি হাতিয়ে নিচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close