reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০২১

র‍্যাব ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে বিপুল অবৈধ পণ্য জব্দ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ অভিযানে গতকাল বগুড়া সদরে একটি ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘মশার কয়েল (ব্র্যান্ড নিমপাতা ও লিনজা)’ উৎপাদন, বিক্রয় ও বিতরণ এবং মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় ফুলবাড়ী এলাকার মেসার্স এসএমআর কনজ্যুমার প্রডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস এ রায় ঘোষণা করেন।

এ ছাড়া বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং দেশি-বিদেশি বিভিন্ন ধরনের নামিদামি ব্র্যান্ডের ‘সিনথেটিক ডিটারজেন্ট পাউডার’ নকল করে উৎপাদন, বিক্রয় ও বিতরণ এবং মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় নাটাইপাড়া এলাকার মেসার্স হাসনাত ব্রাদার্সের বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণ করা হয় এবং বিপুল পরিমাণ নকল ডিটারজেন্ট পাউডার (ব্র্যান্ড রিম, ঘুড়ি, সুপার এক্সেল, লাস্ট ওয়াশ প্রভৃতি) জব্দ করা হয়। অপর একটি প্রতিষ্ঠান মেসার্স এসএস পলিমার, গোদারপাড়া, বগুড়া অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় লেবেলগুলো জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close