ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০২১

সোনাহাট দিয়ে আমদানি-রপ্তানি দিন বন্ধ 

বাঙালি হিন্দুর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ-সংক্রান্ত সব আমদানি-রপ্তানি পাঁচ দিন বন্ধ থাকবে।

গতকাল শনিবার সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি এবং ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close